প্রকাশিত: Wed, May 29, 2024 3:21 PM
আপডেট: Tue, Apr 29, 2025 11:13 PM

এই অঞ্চলে সেমেটিক সিলসিলার কালচারাল স্টেইক ভুলে গেলে কখনোই একটা হোলিস্টিক, ইনক্লুসিভ কালচার নির্মাণ করা যাবে না

আরিফ রহমান

পাকিস্তানের মিলিটারি ডিকটেটরশিপ শুরু করলেন যিনি, যিনি বাংলাকে পাকিস্তানের কলোনি বানানোর প্রকল্প হাতে নিলেনথ উনি জেনারেল আইয়ুব খান, তার নাম নবী আইয়ুবের নামে, পাকিস্তানে এরপরের আর্মি চিফের নাম জেনারেল মূসা খান, তার নাম নবী মূসার নামে, এরপর মিলিটারি ডিকটেটর, একাত্তরে বাঙালি জাতির ওপর চালানো নির্মম গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড, জেনারেল ইয়াহিয়া খানের নাম নবী ইয়াহিয়ার নামে। অন্যদিকে পাকিস্তান আর্মিকে বাংলাদেশে আত্মসমর্পণ করানোর পেছনে যেই একজন ইহুদি ল্যাফটেনেন্ট জেনারেল অন্যতম ভূমিকা রাখেন ওনার নাম জেনারেল জ্যাকব, এই নাম নবী ইয়াকুবের নাম। সেই সময় ভারতের সেনাপ্রধান ছিলেন একজন জোরাস্টার, জেনারেল স্যাম মানেকশ। স্যাম বা স্যামুয়েল নামের নবী শুধু জোরাস্ট্রানিজম, ইহুদি বা খৃস্টধর্মেই আছে এমন না, অধিকাংশ ইসলামিক মুফাসসিরগণ মত দিয়েছেন স্যামুয়েল নামের একজন নবী এসেছিলেন নবী হারুনের বংশে।

এদিকে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান জেনারেল ওসমানীর নাম এসেছে ইসলামের দ্বিতীয় খলিফা ওসমানের নাম থেকে। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুজিব এসেছে আল্লাহর ৯৯ নামের এক নাম আল মুজিব থেকে, যার মানে দ্য রেসপন্ডিং ওয়ান, প্রার্থনার উত্তরদাতা, শ্রবণকারী। এদিকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। ভারতবর্ষে সতের শতকে এক প্রমিনেন্ট সুফির দেখা মেলে এই নামে, ওনার নাম তাজউদ্দিন মোহাম্মদ বদরুদ্দীন। নিজের নাম সম্পর্কে বলতে গিয়ে উনি বলেছেন এটা নবীজীর নাম। ইসলামি অন্টলোজিতে তাজ শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নবীজির উদ্দেশে, ওনার একটা সম্মানিত নাম তাজ। মুঘল সুলতান হুমায়ুনের দ্বিতীয় পুত্র শাহাজাদা মির্জা হাকিম নবীকে নিয়ে লেখেন তাজদার-এ-হারাম। তাজদার-এ-হারাম অর্থ হারামের তাজ, মসজিদে হারাম তথা পবিত্র নগরী মক্কার তাজ যিনি। ভারত, পাকিস্তান ও বাংলাদেশÑ সবখানেই সেমেটিক রেইলের যেই বিপুল প্রভাব রয়েছে, সেটা আমাদের এই অঞ্চলের কালচারাল দিকপালেরা বারবার ভুলে যান। এটা ভুলে গেলে আসলে চলবে না। এই অঞ্চলে সেমেটিক সিলসিলার কালচারাল স্টেইক ভুলে গেলে কখনোই একটা হোলিস্টিক, ইনক্লুসিভ কালচার নির্মাণ করা যাবে না। লেখক: গবেষক। ফেসবুক থেকে